শ্রীনাথ পণ্ডিত মশাইয়ের কনিষ্ঠ পুত্র রুনু, যার ভালো নাম রণজিত ৷ পাঁচ বছরে পা দিয়েছে রুনু ৷ আজ সে দাদার হাত ধরে যাচ্ছে পাঠশালায় ৷
রুনুকে নতুন লালপাড় কাপড় কোঁচা দুলিয়ে পরিয়ে দিয়েছেন মা ৷ কপালে দইয়ের ফোঁটা ৷ রুনুর ডানহাতে ঝুলোনো সুতোয় বাঁধা মাটির দোয়াত ৷ বগলে তালপাতার বান্ডিল ৷ বাঁ-হাতে খাগের কলম আর খেজুর পাতার চাটাই ৷… এত উপকরণে বেসামাল পাঁচ বছরের রুনু ৷ কালির দোয়াত উল্টে পড়ে কেলেংকারি ! দাদা বিরক্ত হয়ে একটা চড় কষিয়ে কাপড়খানা পুঁটলি পাকিয়ে তুলে দেয় রুনুর আরেক বগলে ৷ দিগম্বর রুনুর পাঠশালায় প্রবেশ ৷ ভেউ ভেউ করে কেঁদে ওঠে রুনু ৷
সেই মুহূর্তে ছুটে আসে ষোলো- সতেরো বছরের সুশীলা, কোলে তুলে নিল ওকে ৷…
শুরু হয়ে যায় মধুমতী নদীর পাড়ে বয়ে চলা গ্রাম-জীবনের চিরায়ত মধুর উপন্যাস, ‘ঘরের কাছেই রুনু’ ৷ এরপর একে একে এসেছে—ঘর ছাড়া রুনু, ঘরের টানে রুনু, পরের ঘরে রুনু, ঘরে ঘরে রুনু, গৃহহারা রুনু, শিকার অভিযানে রুনু, নিজের পায়ে রুনু, রায়পরিবারে রুনু, বৃন্তচ্যুত রুনু, রুনু হল রণজিত, পুনরাগত রুনু এবং জীবন-দ্রষ্টা রুনু—আরও ১২টি কাহিনি ৷ ‘রুনু সমগ্র’ বহু প্রতীক্ষিত একটি বই ৷
Reviews
There are no reviews yet.